AroundMaps Logo
Search
Add Listing

Dental Unit, Amena Medical Centre

0

About Dental Unit, Amena Medical Centre

For a beautiful & healthy smile..............

Map

Item Reviews - 5

Anynomous

"

এস্থেটিক ফিলিং............

অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বিশ্বমানের দন্ত চিকিৎসা এখন আমেনা মেডিকেল সেন্টার, লাকসামে।

"

08 August 2023

Anynomous

"

সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়ম...........

"

28 May 2023

Anynomous

"

★মুখের এপথাস আলসারের কারণ ও প্রতিকার★ ..........................................................................

আমাদের মুখ গহ্বর স্বাভাবিক ভাবেই ভীষণ সংবেদনশীল। একটু ক্ষত হলেই কষ্টকর হয়ে দাঁড়ায়। খাবার খেতে সমস্যা তো হয়ই, এমনকি পানি বা যে কোন তরল পদার্থে প্রচণ্ড ব্যথা অনুভব হয়।

...

শৈশবে ও বয়োসন্ধিতে এপথাস আলসার দেখা যায়। ছোট ছোট গোলাকৃতির মত যার কেন্দ্রে সাদা বা হলুদ ডট এবং চারপাশে লাল বর্ডার দেখা যায়। সংখ্যায় এক বা একাধিক হতে পারে। এ ধরনের আলসারে ক্ষত সেরে যাবার পর কোন দাগ থাকে না।

ধূমপান, স্ট্রেস, অতিরিক্ত ঝাল বা মসলাদার খাদ্যগ্রহণ, আঘাত, ফুড এলার্জি এপথাস আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। খাদ্য তালিকায় আয়রণ, ভিটামিন বি, জিংক, আয়োডিন এর অভাবে এ রোগ হতে পারে। কখনও কখনও এনিমিয়া, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এইডস, বেহসেট ডিজিজে এপথাস আলসার উপসর্গ হিসেবে দেখা দেয়।

যে সকল কারণে এপথাস আলসার হয় সে কারণগুলো এড়িয়ে চললে এপথাস আলসারকে কন্ট্রোলে আনা যায়। দিনে ২/৩ বার দাঁত ব্রাশ করা জরুরি। তাই নরম গোল মাথার ব্রাশ ব্যবহার করতে হবে। আলসার হলে অতিরিক্ত গরম, ঝাল বা শক্ত খাবার যেমন পটেটো চিপস, টোস্ট, বিস্কিট, গরম চা বা কফি না খাওয়াই ভালো। আয়রণ, জিংক ও ভিটামিন বি সমৃদ্ধ খাবার আহার করা উচিত। ব্যথা উপসম ও তাড়াডাড়ি ক্ষত সারানোর জন্য অবশ্যই সংশ্লিষ্ট কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক রোগের উপসর্গ ও জটিলতার উপর ভিত্তি করে ওষুধ প্রেসক্রাইব করেন। কখন কখন বায়োপসি করার প্রয়োজন হয়। তাই মুখে কোন ঘা দীর্ঘ স্থায়ী হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। .................................................................... অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বিশ্বমানের দন্ত চিকিৎসা এখন আমেনা মেডিকেল সেন্টার, লাকসামে।

ডাঃ মোঃ আবদুল কাহ্হার বি ডি এস (ডি ইউ) পি জি টি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স) বি এস এম এম ইউ (পিজি হাসপাতাল) ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি ওরাল এন্ড ডেন্টাল সার্জন ০১৭১৭-৯৯৫৬৮৯

রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ বিকাল ৩.৩০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত। (মঙ্গলবার বন্ধ)

See More "

08 April 2023

Anynomous

"

★★★অভ্যাসগত দাঁতের সমস্যা★★★

কোনো একসময় মানুষ ‘ডেন্টাল’ শব্দের অর্থ কেবল দাঁতকে বোঝালেও এখন এই শব্দের প্রকৃত অর্থ যে ‘দাঁতসম্পর্কীয়’, সেটা অনেকেই জানে। এর মধ্যে শিশুদের ২০টি দাঁত, পরবর্তী সময়ে ৩২টি স্থায়ী দাঁতের পাশাপাশি মাড়ি, জিহ্বা, ঠোঁট, চোয়ালের ভেতরকার নরম অংশ, লালা ও লালাগ্রন্থি, তালুসহ মুখের স্নায়ু অন্তর্ভুক্ত।

আমাদের মধ্যে অনেকের অভ্যাসজনিত কারণে ডেন্টাল সমস্যা তৈরি হতে পারে। যেমন—

...

নিয়মবহির্ভূত দাঁত ব্রাশ: দাঁতকে অধিক পরিষ্কার করতে কেউ কেউ জোরে জোরে শক্ত ব্রাশ দিয়ে এলোমেলোভাবে দাঁত ঘষে। আবার অনেকে ছাই বা কয়লা ব্যবহার করে। এতে সাময়িকভাবে দাঁত সাদা দেখালেও দাঁতের শক্ত প্রতিরক্ষা স্তর ক্ষয় হতে শুরু করে এবং দাঁত শিরশির করে।

দাঁতকে ভিন্ন কাজে ব্যবহার: অনেকে দাঁত দিয়ে বিভিন্ন প্যাকেট খোলে, কোমল পানীয়ের কর্ক খোলে, মেয়েরা চুলের ক্লিপ খোলে, আবার অনেকে নিজের অজান্তে পেনসিল বা কলম চিবোয়, নখ বা সুতা কাটে। এসব আপত্তিকর অভ্যাস একইভাবে দাঁত ক্ষয় করে।

দাঁতে দাঁত কাটা: কেউ কেউ রেগে গেলে অথবা নিজের অজান্তে অথবা ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষে, যাকে ব্রুকসিজম বলা হয়। অনিয়ন্ত্রিত এ স্বভাবে ডেন্টাল সার্জনের পরামর্শ না নিলে দাঁতের ও চোয়ালের হাড়ের অস্থিসন্ধিতে অপূরণীয় ক্ষতি হতে পারে।

বিশেষ খাবার গ্রহণ: মিষ্টিজাতীয় খাদ্য দাঁতের গর্ত সৃষ্টি করতে পারে, যাকে ক্যারিজ বলা হয়। এ কথা এখন কম-বেশি বেশির ভাগ মানুষ জানে। কিন্তু আলুর (শর্করা) তৈরি আঠালো খাবারও যেমন চিপস, ফ্রেঞ্চ ফ্রাই দাঁতের ফাঁকে জমে থাকে এবং সহজেই ক্যারিজ করতে পারে। একইভাবে আঠালো চকলেট, চুইংগাম বেশি ক্ষতিকর, আইসক্রিম এমনকি শুধু বরফও দাঁতে ফাটলের সৃষ্টি করতে পারে। শিশুদের ঘুমের মধ্যে ফিডার খাওয়ানোর অভ্যাস দাঁতের জন্য বিপজ্জনক। সূত্র - ইন্টারনেট। ---------------------------------------------------------- অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বিশ্বমানের দন্ত চিকিৎসা এখন আমেনা মেডিকেল সেন্টার, লাকসামে। ---------------------------------------------------------- ডাঃ মোঃ আবদুল কাহ্হার বি ডি এস (ডি ইউ) পি জি টি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স) বি এস এম এম ইউ (পিজি হাসপাতাল) ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি ওরাল এন্ড ডেন্টাল সার্জন ০১৭১৭-৯৯৫৬৮৯

রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ বিকাল ৩.৩০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত। (মঙ্গলবার বন্ধ)

See More "

29 March 2023

Anynomous

"

বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস ২০ শে মার্চ ২০১৭.

"

19 March 2023

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Working Hours :

  • Monday 09:00 - 13:00
  • Tuesday -
  • Wednesday 09:00 - 13:00
  • Thursday 09:00 - 13:00
  • Friday 09:00 - 13:00
  • Saturday 09:00 - 13:00
  • Sunday 09:00 - 13:00

Location / Contacts :