AroundMaps Logo
Search
Add Listing

Dharmasagar - ধর্মসাগর

0

About Dharmasagar - ধর্মসাগর

ধর্মসাগর, কুমিল্লা

Tags

Description

ধর্মসাগর (Dharmasagar) কুমিল্লা শহরে অবস্থিত একটি বড় দিঘি, আয়তন প্রায় ৯.৩৮১ হেক্টর। প্রাচীন ত্রিপুরার মহারাজ ধর্ম মাণিক্য (১৭১৪-১৭২৯) এলাকাবাসীর প্রয়োজনীয় পানি সহজলভ্য করার উদ্দেশ্যে এ দিঘিটি খনন করান। শুরুতে দিঘির মাঝামাঝি স্থানে একটি মাটির ঢিবি ছিল। দিঘিটির পূর্ব পাড়ে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল অবস্থিত। এর উত্তরে রয়েছে কুমিল্লা পৌরপার্ক, রাণীর কুটির, এবং কবি নজরুল ইসলাম স্মরণে নির্মিত একটি দ্বিতল বাড়ী। দিঘির দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে রাজদেবী মাতৃসদন ও শিশুকল্যাণ প্রতিষ্ঠান। এসব ঐতিহাসিক নিদর্শন ধর্মসাগরকে একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থানে পরিণত করেছে। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে।

Map

Item Reviews - 4

Anynomous

"

reached 700 Page likes

"

19 June 2023

Anynomous

"

'ঠাঁকুর ঘরে কে রে? - আমি কলা খাইনি !

"

21 October 2023

Anynomous

"

ধর্মসাগর, প্রায় পৌনে ৬০০ বছর আগে ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য এটি খনন করেন। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল এ জলাধারটি সে সময় তৈরি করা হয়েছিল মূলত এ অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণের উদ্দেশ্যে। প্রাচীন এ দীঘি শুধু ইতিহাসের দিক থেকেই পুরনো নয়, প্রাকৃতিক শোভা আর অপরূপ সৌন্দর্যের লীলাভূমিও।

ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠি, নজরুল ইনস্টিটিউট। পূর্বদিকে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পাড়ে রয়েছে বসার ব্যবস্থা ও ওয়াকওয়ে। স্থানীয় অধি...বাসী ছাড়াও বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে এ দীঘিতে। দীঘিপাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়া শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে।

জরুল ইনস্টিটিউট, রানীর কুঠির— ঠিক ধর্মসাগরের পাড়ে। তার ঠিক উত্তরে নগর উদ্যান। দীঘির উত্তরপাড়ে টিলার ওপর রয়েছে রানীর কুঠির এবং ধর্মসাগরকে আরো সাজিয়ে তুলতে এর উত্তর পাশে তৈরি করা হয়েছে নগর উদ্যান। ধর্মসাগরে দুটি নৌকা রয়েছে যাতে করে ভ্রমণবিলাসীরা নৌকায় চড়ে আনন্দ উপভোগ করতে পারেন। কর্মময় জীবনে হাঁপিয়ে ওঠা মানুষেরা প্রকৃতির খুব কাছাকাছি থেকে একটু স্বস্তি পেতে রোজই এখানে ছুটে আসেন। স্বাস্থ্য সচেতনরা প্রতি সকাল ও সন্ধ্যায় ধর্মসাগরের পশ্চিমপাড়-সংলগ্ন সড়কটিতে হেঁটে বেড়ান নির্মল বাতাসের প্রত্যাশায়। এখানে এলে নাগরিক জীবনের যাবতীয় ক্লান্তি ও যন্ত্রণা মুছে যায় মুহূর্তেই। শুধু কুমিল্লা নয় বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রাচীন ঐতিহাসিক কয়েকটি দীঘির মধ্যে কুমিল্লার ধর্মসাগর একটি। স্ফটিকতুল্য স্বচ্ছ ও নির্মল পানির জন্য এটি অতুলনীয়। দেশী-বিদেশী পর্যটকদের কাছে যেমন স্বর্ণালি আকর্ষণ, তেমনি প্রমোদ বিহার আর নিভৃত অবকাশ যাপনের নিকেতন। এছাড়া শিশুদের জন্য রয়েছে নগর উদ্যান। বিভিন্ন দিবস-পূজা পার্বনে মানুষের ঢল নামে সাগরের দুই পাড়ে। ওই দিনগুলোয় মানুষের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয় কুমিল্লা ধর্মসাগরের দুই পাড়।

গল্প আর ইতিহাস অন্বেষণ করতে করতে এল সেই মাহেন্দ্রক্ষণ। ঘাটে বাধা নৌকায় চড়ে বসলাম সবাই। ঢেউ কেটে চলছে আমাদের নৌকা। দীঘির নাম যেমন ধর্মসাগর, তেমনি তার ঢেউগুলোও সাগরের মতো অনেকটা উত্তাল। বেশ উপভোগ করলাম আমরা সবাই। গানে-আড্ডায় মিলে গেলাম গোধূলি লগ্নে। সন্ধ্যার আলো ঝলমলে ধর্মসাগর দেখতে আরো আকর্ষণীয়, আরো মন ভোলানো। আমাদের মতো আরো দর্শনার্থীর পদভারে ধর্মসাগর ছিল মুখরিত। নৌবিহার, আড্ডা গান শেষে রাতের খাবার। তার পর রাত্রি যাপনে চলে গেলাম কুমিল্লা ক্লাবে। পরিষ্কার-পরিপাটি খুব সুন্দর একটি থাকার জায়গা। পরের দিন লালমাই পাহাড়, শালবন বিহার আর ওয়ারসিমেট্রি পরিদর্শনের মধ্য দিয়ে একটি চমত্কার ভ্রমণের সমাপ্তি ঘটে।

কীভাবে যাবেন: সায়েদাবাদ থেকে তিশা, উপকূল অথবা এশিয়া লাইন পরিবহনে কুমিল্লার শাসনগাছা। ভাড়া ২০০ টাকা থেকে ২৭০ টাকা। তার পর রিকশা অটোতে ভাদুরতলা/ধর্মসাগর। ভাড়া পড়বে ১৫ থেকে ২০ টাকা।

কোথায় থাকবেন: কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাবসহ বেশকিছু হোটেল ও গেস্ট হাউজ রয়েছে এখানে। এসি কিংবা ননএসি সব ধরনের ব্যবস্থা রয়েছে। দুজনের কক্ষে প্রতি রাত্রি যাপন খরচ হবে ১ হাজার থেকে ৩ হাজার টাকা।

See more "

08 October 2023

Anynomous

"

ধর্মসাগর দীঘি অবস্থিত আছে কুমিল্লা

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল আকারের দীঘিটিই হল ধর্মসাগর দীঘি। রাজা ধর্মপালের নামানুসারে এই দীঘির নাম হয়েছে ধর্মসাগর দীঘি। প্রায় ২০০-২৫০ বছর আগে আনুমানিক ১৭৫০ অথবা ১৮০৮ খ্রিস্টাব্দে প্রজাহিতৈষী রাজা ছিলেন ধর্মপাল। তিনি ছিলেন পাল বংশের রাজা। বাংলায় তখন ছিল দুর্ভিক্ষ। রাজা দুর্ভিক্ষপীড়িত মানুষের সাহায্যের জন্য এই দীঘিটি খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। সাগর নাম দিয়ে দেশে যে কয়টি দীঘি রয়েছ...ে ধর্মসাগর তার মধ্যে অন্যতম। বিকেলের পরন্ত সূর্যের আলো যখন তেজহীন হয়ে আসতে থাকে শত শত দর্শনাথীর্র পদভারে ধীরে ধীরে মুখরিত হতে থাকে ধর্মসাগর পাড়। যেন প্রতিদিনই বসে মিলন মেলা। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে কুমিল্লার শিশুপার্ক। এই শিশুপার্কে বসে সাগরের দৃশ্য উপভোগ করা যায়, সবুজ শ্যামল ও বিশাল বড় গাছ নিয়ে এই শিশুপার্ক। এই শিশুপার্কে বসলে মন ভরে যায় ভালো লাগার পরশে।

দীঘিপাড়ের সবুজ বনানী ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। থরে থরে সাজানো বড় বড় গাছের সারি। তার মাঝে সিমেন্টে বাধানো বেঞ্চি। এক কথায় অপূর্ব। বিকেল বেলাটা যারা ঘুরতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। আপনি ইচ্ছে করলে নৌকা ভাড়া করে দিঘির চার পাশ ঘুরে আসতে পারেন। সব কিছু মিলিয়ে এটি একটি অসাধারণ ও নান্দনিক দর্শনীয় স্থান। কীভাবে যাবেনঃ

সায়েদাবাদ থেকে তিশা (০১৭৩১২১৭৩২২), উপকূল (০১৯৮১০০২৯৩২, ০১৯৮১০০২৯৪২), কমলাপুর থেকে বিআরটিসি (০১৭৭০৪৯৩৭৭৫) অথবা এশিয়া লাইন পরিবহনে কুমিল্লার শাসনগাছা। ভাড়া ২০০ টাকা থেকে ২৭০ টাকা। তার পর রিকশা অটোতে ভাদুরতলা/ধর্মসাগর। ভাড়া পড়বে ১৫ থেকে ২০ টাকা। কোথায় থাকবেনঃ

কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাবসহ বেশকিছু হোটেল ও গেস্ট হাউজ রয়েছে এখানে। এসি কিংবা ননএসি সব ধরনের ব্যবস্থা রয়েছে। দুজনের কক্ষে প্রতি রাত্রি যাপন খরচ হবে ১ হাজার থেকে ৩ হাজার টাকা। এছাড়া থাকার জন্য আছে হোটেল চন্দ্রিমা, হোটেল সোনালী, হোটেল, শালবন, হোটেল, নিদ্রাবাগ, আশীক রেস্ট হাউস ইত্যাদি। ভাড়া ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে।

আশিক রেসিডেনসিয়াল রেস্ট হাউজ – ঠিকানাঃ ১৮৬, নজরুল এভিনিউ কুমিল্লা, যোগাযোগঃ ৬৮৭৮১ হোটেল আবেদিন – ঠিকানাঃ স্টেশন রোড কুমিল্লা, যোগাযোগঃ ৭৬০১৪ হোটেল নুরজাহান – ঠিকানাঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা, যোগাযোগঃ ৬৮৭৩৭ হোটেল সোনালি – ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর, কুমিল্লা, যোগাযোগঃ ৬৩১৮৮

এছাড়া শালবন বৌদ্ধ বিহার এর কাছে বার্ড আছে। বার্ডে যোগাযোগ করলে সেখানেও থাকতে পারেন।

See more "

25 December 2023

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Location / Contacts :